English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৯ ১৭:৪৩
সূত্র:

রাজশাহীকে হারিয়ে শীর্ষে ভাইকিংস

রাজশাহীকে হারিয়ে শীর্ষে ভাইকিংস

বিপিএলের ২৭তম ম্যাচে রাজশাহী হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে এখন মুশফিকের চিটাগং। বুধবার রাজশাহী কিংসের ১৫৮ রানের টার্গেটে দুই বল হাতে রেখে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মুশফিকরা। এই জয়েই ঢাকা ডায়নামাইটসকে ছাড়িয়ে লিগ টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে চিটাগং।

শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে মিরাজের রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান চিটাগং দলের অধিনায়ক মুশফিকুর রহিম। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে রাজশাহী। ১৫৮ রানের টার্গেটে মুশফিক-মোসাদ্দেকের ব্যাটে দুই বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ভাইকিংস।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানেই ২ উইকেট হারায় রাজশাহী। সৌম্য ৩ ও মার্শাল আইয়ুব ১ রান করে আউট হন। দলীয় ৬২ রানে ব্যক্তিগত ২৮ রানে ফেরেন ডেসকাটে। স্কোরকার্ডে ১০ রান যোগ করতেই ফেরেন জাকির হোসেন।

ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও একপ্রান্ত আগলে ছিলেন ইভান্স। ক্রিস্টিয়ান জোঙ্কার সঙ্গে করে ব্যাটে ঝড় তোলেন তিনি। তবে দলীয় ১১৯ রানে তাকে থামিয়ে দেন খালেদ আহমেদ। তার বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭৪ রানে ফেরেন ইভান্স। ৫৬ বলে ৮ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ রানের এই ইনিংস খেলেন তিনি।

এরপর মিরাজের সাথে জোঙ্কারের ঝড়ো ব্যাটিংয়ে ৩৮ রানের জুটিতে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৫৭ রান। ২০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন ইভান্স। আর ৪ বলে দুই চারে ১০ রান করে অপরাজিত থাকেন মিরাজ।

খালেদ আহমেদ সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়াও ফ্রাইলিঙ্ক, সাঞ্জামুল ইসলাম, ও আবু রায়েদ রাহী ১টি করে উইকেট নেন।

১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক নিজেই। ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করে জয় নিয়েই মাঠ ছেড়েছেন তিনি। মেরেছেন ২টি ছক্কা ও ৬টি চার।

অপরপ্রান্তে অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন মোসাদ্দেক হোসেন। তিনিও খেলেছেন একটি বিস্ফোরক ইনিংস। ২৬ বলে অপরাজিত ছিলেন ৪৩ রানে। ২টি ছক্কা ও ৪টি চার ছিল মোসাদ্দেকের ইনিংসে। এই দুইজনের ব্যাটেই ১৯.৪ ওভারে ১৫৯ রান করে জয় নিশ্চিত করে চিটাগং।

রাজশাহীর হয়ে ৪ ওভারে ২২ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন আরাফাত সানি। আর একটি উইকেট নেন মিরাজ।

এ নিয়ে সাত ম্যাচের ছয়টিতে জয় তুলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে মুশফিকের চিটাগং। আর নিজেদের আট ম্যাচের চারটিতে জয় তুলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে মেহেদী হাসান মিরাজের দল রাজশাহী।