English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৯ ১৪:০৮
সূত্র:

টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী

টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস মুখোমুখি হয়েছে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে প্রথমে ব্যাট করতে মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের দল রাজশাহী কিংস।   এবারের বিপিএলে ভালো অবস্থানে আছে চিটাগং। পয়েন্ট টেবিলে আছে শক্ত অবস্থানে। ৬ ম্যাচ খেলে ৫ জয়ের বিপরীতে হার মাত্র ১টি। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি। স্বাভাবিকভাবেই কোয়ালিফাইংয়ে খেলার আশা তাদের।

তবে এগিয়ে যাচ্ছে রাজশাহী। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে মিরাজের দল। কোয়ালিফাইংয়ে খেলতে হলে জয়ের ধারা অব্যাহত রাখতে হবে তাদের।

রাজশাহী কিংস একাদশ: লরি ইভানস, সৌম্য সরকার, মেহদি হাসান মিরাজ (অধিনায়ক), মার্শাল আইয়ুব, ক্রিশ্চিয়ান জোনকার, জাকির হাসান (উইকেটরক্ষক), রায়ান টেন ডেসকাটে, কায়েস আহমেদ, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি ও মোস্তাফিজুর রহমান।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহাজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, রবি ফ্রাইলিঙ্ক, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম ও আবু জায়েদ।