English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৯ ১৭:৫৯
সূত্র:

সিলেটের বিপক্ষে রংপুরের জয়

সিলেটের বিপক্ষে রংপুরের জয়

সিলেটের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে রংপুর। শনিবার দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৪ রান সংগ্রহ করে ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্স। হারায় ৪ উইকেট।

জবাবে ৬ উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতেই জয়ের দুয়ারে পৌঁছে যায় রংপুর রাইডার্স। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রংপুরের ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই আউট হয়ে ফেরেন এই ক্যারিবিয়ান তারকা। পাকিস্তানের মোহাম্মদ ইরফানের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

গেইল বিদায় নিলেও আরেক ওপেনার অ্যালেক্স হেলস এগিয়ে নিচ্ছিলেন দল রংপুরকে। কিন্তু বড় স্কোরের আভাস দিলেও মাত্র ৩৩ রানেই বিদায় নেন এই ইংলিশ ওপেনার। ২টি চার ও ২টি ছক্কার মারে ২৪ বল খেলে অলোক কাপালির বলে লিটন দাসের হাতে দারুণ এক ক্যাচে ফেরেন তিনি।

দুর্দান্ত ব্যাট চালাতে থাকা রাইলি রুশো দলকে অনেকটা পথ এগিয়ে নিয়ে গেলেও পেরে উঠলেন না তাসকিন আহমেদের সামনে। ডানহাতি এই পেসারের দারুণ এক ডেলিভারি ব্যাটের কানায় লেগে পৌঁছায় উইকেটের পেছনে লিটন দাসের হাতে। ৩৫ বলে ৬১ রান করে ফেরেন রুশো। এই ইনিংসে তিনি খেলেন ৯টি চার ও দুইটি ছক্কার মার।

রুশোকে ফেরানোর একই ওভারে শেষের বলে বোল্ড হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২১ বলে ৩৪ রান। যেখানে ছিল ২টি করে চার ও ছক্কার মার।

একাদশ: রংপুর রাইডার্স: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, রিলি রুশো, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হাসান, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, সাইফুল ইসলাম, সোহাগ গাজী।

সিলেট সিক্সার্স: লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ডেভিড ওয়ার্নার, নিকোলাস পুরান, জাকের আলী, অলক কাপালী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান রানা, সন্দিপ লামিচ্ছানে, মোহাম্মদ ইরফান।