English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৯ ১০:৫১
সূত্র:

খুলনাকে ৮ রানে হারাল মাশরাফিরা

খুলনাকে ৮ রানে হারাল মাশরাফিরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ষষ্ঠ আসরটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের শুরুটা ভালো ছিল না। উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে হেরে যায় রংপুর রাইডার্স। তবে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে মাশরাফিরা। মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে ৮ রানে হারিয়েছে তারা।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনাকে ১৭০ রানের লক্ষ্য দেয় রংপুর। 

এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৯ রান করে বর্তমান চ্যাম্পিয়নরা। জবাবে খুলনা থেমেছে ৫ উইকেটে ১৬১ রান করে।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর রাইডার্স : ১৬৯/৩ (২০ ওভার) (রুশো ৭৬*, বোপারা ৪০*; মারুফ ৫, হেলস ১৫, মিথুন ১৯) 

আলি ১/৩৫, জহির ১/৩০, ব্র্যাথওয়েট ১/৩৯

খুলনা টাইটান্স: ১৬১/৫ (২০ ওভার) (স্টার্লিং ৬১, জুনায়েদ ৩৩, মাহমুদউল্লাহ ২৪; শফিউল ২/৪৪)।

ফল : রংপুর ৮ রানে জয়ী।