English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৮ ১১:০৪
সূত্র:

বিপিএলে খেলতে যাওয়া প্রথম এমপি মাশরাফি

বিপিএলে খেলতে যাওয়া প্রথম এমপি মাশরাফি

ভোটের ইনিংসেও জয় দিয়ে শুরু করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একাদশতম বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামিলিগ প্রার্থী মাশরাফি।

রোববার গণণার শুরু থেকেই নজর ছিল নড়াইল-২ আসনের দিকে। আর সেখানে প্রথম থেকেই এগিয়ে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জানা গিয়েছে, ২ লক্ষ ৭১ হাজার ২১০টি ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন টাইগার এই অধিনায়ক।

নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৭ হাজার ৮৪৪ জন। নৌকা প্রার্থী মাশরাফির ধারেকাছে কেউ ঘেঁষতে পারেননি। নড়াইল-২ থেকে বিএনপি প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন মাত্র ৭ হাজার ৮৮৩টি ভোট।

প্রিয় ক্রিকেটারের ভোট জয়ের খবরটি পাওয়ার পর থেকেই আনন্দে মাতোয়ারা মাশরাফি ভক্তরা। বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার দল রংপুর রাইডার্সের তরফে ফেসবুকে মাশরাফিকে অভিনন্দন জানিয়ে একটি ছবিও পোস্ট করা হয়েছে। আর সেখানে এই ফাস্ট বোলারকে তারা বিপিএলে খেলতে যাওয়া প্রথম সাংসদ হিসেবে অভিহিত করেছেন।

ভোটে দাঁড়ানোর সময়েই সাংবাদিকদের মাশরাফি বলেছিলেন, খেলাধূলার পাশাপাশিই বাংলাদেশের মানুষের জন্যও তিনি কিছু করতে চান। কিন্তু ক্রিকেট থেকে কি তাহলে অবসর? মাশরাফি বলেছিলেন, ‘এখন আমার লক্ষ্য হচ্ছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলা। অবসর নিয়ে কোনও চিন্তাভাবনা নেই।’