English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ১২:২১

সপরিবারে উমরাহ পালনে সাকিব

অনলাইন ডেস্ক
সপরিবারে উমরাহ পালনে সাকিব

উমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টাইগার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সাথে রয়েছেন তার জীবনের সবচেয়ে কাছের তিন নারী- মা শিরিন আখতার, স্ত্রী উম্মে আল হাসান শিশির ও কন্যাসন্তান আলায়না হাসান অব্রি।

গত হজের মৌসুমেই সৌদি আরব সরকারের রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করে এসেছেন সাকিব আল হাসান। সেবার তিনি ছিলেন একা। এবার আবারও গেলেন উমরাহ হজ পালন করতে। রোববার বিকাল চারটায় সাকিবদের বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সৌদি এয়ারলাইন্সের বিমানটি সরাসরি সৌদি আরবের জেদ্দায় অবতরণ করবে।

জানা গেছে, উমরাহ হজ পালন শেষে আগামী ২৯ ডিসেম্বর দেশে ফিরে আসবেন সাকিব।

সাকিব এবং তার মা, স্ত্রী ও মেয়ের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ক্রিকেট অঙ্গনের আরেক পরিচিত মুখ। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজনও যাচ্ছেন উমরাহ হজ পালন করতে। সাকিবের মত তিনিও যাচ্ছেন সপরিবারে।

উইন্ডিজ সিরিজ শেষ করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা পেয়েছেন ছুটি। যদিও এই ছুটি জাতীয় দল থেকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। উমরাহ থেকে ফিরেই তাই সাকিবকে মনোযোগ দিতে হবে বিপিএলে।

সদ্য সমাপ্ত উইন্ডিজ সিরিজে সাকিব ছিলেন বেশ উজ্জ্বল। টেস্ট ও ওয়ানডে সিরিজে জয়ের পর টাইগাররা টি-২০ সিরিজে হেরে গেলেও এই সিরিজে সাকিব পেয়েছেন সিরিজ সেরার খেতাব। একইসাথে বনে গেছেন টি-২০ ফরম্যাটের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এবং সবচেয়ে বেশিবার সিরিজ সেরা হওয়ার দিক থেকেও অর্জন করেছেন নতুন মাইলফলক।