English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮ ১৫:১১
সূত্র:

মুশফিকের অর্ধ-শতক

মুশফিকের অর্ধ-শতক

মিরপুর শে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে টাইগাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও মুশফিক-তামিমের দুর্দান্ত পার্টনারশিপে ঘুরে দাঁড়িয়েছে টিম বাংলাদেশ। এরই মধ্যে অর্ধ-শতক তুলে নিয়েছেন মুশফিক।  

৬৫ বলে চারটি বাউন্ডারিতে ৫২ রানে অপরাজিত আছেন এই টাইগার তারকা।

এর আগে তামিম ইকবাল ও লিটন দাশ ওপেনিংয়ে ব্যাট করতে নামেন। লিটন দলীয় দ্বিতীয় ওভারে ওশানে থমাসের তৃতীয় বলে গোড়ালিতে গুরুতর চোট পান, পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে, তৃতীয় উইকেটে নামা ইমরুলও থমাসের পরের ওভারে ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হ্যাটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, কেমো পল, কেমার রোচ, দেবেন্দ্র বিশু, ওশানে থমাস।