English Version
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮ ১৬:১১
সূত্র:

ঢাকা টেস্টে মুশফিক খেলবেন, আশাবাদী সাকিব

ঢাকা টেস্টে মুশফিক খেলবেন, আশাবাদী সাকিব

অনুশীলনের সময় চোট পাওয়া মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে লিটন দাসকে দলে আনা হলেও ঢাকা টেস্টে মুশফিকই খেলবেন বলে আশার কথা জানালেন টাইগার টেস্ট দলপতি সাকিব আল হাসান। শুধু খেলবেনই না, সাকিবের কথা থেকে এটা স্পষ্ট যে মুশফিক ব্যাটিং, কিপিং দুটোই করবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হওয়া ঢাকা টেস্টের আগে বৃহস্পতিবার মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের একথা জানান।

সাকিব বলেন, ‘ব্যাকআপ হিসেবে লিটনকে রাখা হচ্ছে। কারণ যদি মুশফিক ভাইর ব্যথাটা বাড়ে, ফোলা থাকে, ওইরকম কোনো অসুবিধা হয় তাহলে যাতে করে আমাদের ব্যাকআপ প্ল্যানটা থাকে সেকারণেই লিটনকে আনা। কিন্তু এখন পর্যন্ত যতটুকু আমি জানি যে মুশফিক ভাই খেলবে এবং দুটোই করতে পারবে।’