English Version
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮ ২০:৩৬

লিটন-ইমরুলের শতরানের জুটি, জয়ের পথে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
লিটন-ইমরুলের শতরানের জুটি, জয়ের পথে বাংলাদেশ

জিম্বাবুয়ের দেয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই শক্ত অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। শতরানের অনবদ্য জুটি গড়ে তুলেছেন দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১৬.২ ওভারে ১০৮ রান। লিটন ৬০ ও ইমরুল ৪৪ রানে অপরাজিত আছেন। দুই ব্যাটসম্যানই খেলছেন আগ্রাসী ভঙ্গীতে। জিম্বাবুয়ের বোলাররা এখনও পর্যন্ত টাইগার শিবিরে কোনো চাপ তৈরী করেতে পারেনি। এরই মধ্যে চমৎকার হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। ৯টি চার ও ১টি ছয়ের মার রয়েছে তার ড্যাশিং ইনিংসে।

এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ২৪৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। সাবলীল ব্যাটিংয়ে এক পর্যায়ে আরো বড় স্কোরের পথে ছিল সফরকারীরা। তবে শেষ দিকে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাসাকাদজা বাহিনীকে বেঁধে ফেলে টাইগাররা। সর্বোচ্চ ৭৫ রান করেন ব্রেন্ডন টেইলর। এছাড়া ৪৯ রান করেন সিকান্দার রাজা। টাইগারদের হয়ে ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১০৮/০ (১৬.২ ওভারে) লিটন ৬০*, ইমরুল ৪৪*

জিম্বাবুয়ে: ২৪৬/৭ (৫০ ওভারশেষে) টেইলর ৭৫, সিকান্দার ৪৯ সাইফউদ্দিন ৩/৪৫