English Version
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮ ২০:৩১

মুশফিকের ডাবল সেঞ্চুরি

অনলাইন ডেস্ক
মুশফিকের ডাবল সেঞ্চুরি

বাংলাদেশ দলের নিয়মিত মুখ মুশফিকুর রহিম। প্রয়োজনের সময় বেশিরভাগই জ্বলে উঠেন মিস্টার ডিপেনডেবল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি।

প্রথম বাংলাদেশি উইকেটকিপার হিসেবে ওয়ানডেতে ‘২০০’ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামে দু’দল। এই রেকর্ড গড়তে মাত্র দুইটি ডিসমিসালের অপেক্ষায় ছিলেন মুশফিক। দলের হয়ে প্রথম উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দীন। উইকেটকিপার মুশফিকের হাতে তার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন মাসাকাদজা। এরপর আরও দুইটি ক্যাচ ধরেন তিনি। ফলে এই ফরম্যাটে ১১তম উইকেটকিপার হিসেবে ২০০ ডিসমিসাল করেছেন মুশফিক।

এই কীর্তি তার আগে গড়েছেন আরও ১০ জন। সবার ওপরে আছেন শ্রীলঙ্কার সাবেক উইকেটকিপার কুমার সাঙ্গাকারা। ৪০৪ ম্যাচে ৪০২টি ডিসমিসাল তার। ক্যাচ রয়েছে ৩৮৩ এবং স্ট্যাম্পিং ৯৯টি। মুশফিকের ২০১টি ডিসমিসাল ১৯৪ ম্যাচে। এই ২০১টি ডিসমিসালে ক্যাচ রয়েছে ১৫৯টি এবং স্ট্যাম্পিং রয়েছে ৪২টি।