English Version
আপডেট : ৫ অক্টোবর, ২০১৮ ১০:০২

মাশরাফি আমাদের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
মাশরাফি আমাদের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দেশের সবচেয়ে বড় সম্পদ।

বৃহস্পতিবার (০৪ অক্টোবর) সকালে গণভবন থেকে উন্নয়ন মেলা উদ্বোধন করেন। এসময় তিনি ভিডিও কনফারেন্সিংয়ে নড়াইলের লোহাগড়ার সাধারণ মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে এ কথা বলেন। শেখ হাসিনা নড়াইলের মানুষের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের ওখানে অনেকবার গিয়েছি। আপনাদের কাছে রয়েছে আমাদের দেশের সবচেয় মূল্যবান সম্পদ। ক্রিকেটে আমরা যতটা উন্নতি করেছি তার পেছনে মাশরাফির অবদান বেশি। মাশরাফি তো নড়াইলের ছেলে। ও তো দেশের সবচেয়ে বড় সম্পদ। আর দেশের সবচেয়ে বড় সম্পদ তো আপনাদের ঘরেই রয়েছে।

এসময় নড়াইলবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এবার আমি অন্যদের সঙ্গে কথা বলবো। বহুলোক অনেক সময় ধরে অপেক্ষা করছে। আরও কয়েকটা জেলার মানুষের সঙ্গে আমাকে কথা বলতে হবে। আপনারা ভালো থাকুন। আর আপনাদের নড়াইল তো আমার নিজের জায়গা।

এদিন মাশরাফির জন্য নড়াইলবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে বাগেরহাটের ফকিরহাট উপজেলা, বরগুনার তালতলী উপজেলা ও রংপুরের পীরগঞ্জ উপেজলায় সংযুক্ত হয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবারের উন্নয়ন মেলা। এ বছরের প্রতিপাদ্য ‘উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মেলা প্রতদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।