English Version
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:২৯

দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাকিব

অনলাইন ডেস্ক
দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাকিব

এশিয়া কাপ শুরুর আগেই সাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয় ছিল। তার হাতের আঙুলে অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু দেশের জন্য খেলতে দুবাইয়ের পথ ধরেন সাকিব।

এশিয়া কাপ শেষে তার হাতে অস্ত্রোপচার করার কথা ছিল। তবে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালের আগে জানা যায় সাকিব খেলছেন না। তার হাতের অবস্থা খুবই খারাপ।

বুধবারই ঢাকার বিমান ধরেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। বৃহস্পতিবার ভর্তি হন অ্যাপোলো হাসপাতালে। সেখানে তার হাতে একটি অস্ত্রোপচার হয়েছে। আরো একটি অস্ত্রোপচার করা প্রয়োজন বলে সাকিব নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে জানিয়েছেন।

আজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা সাকিব একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘হাতের ব্যথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনো বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দেশে আসার পর প্রচণ্ড ব্যথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হাসপাতালে এডমিট হয়ে একটি সার্জারি করাতে হয়েছে। আঙ্গুলের ভেতরে ইনফেকশনের ফলে ৬০-৭০ মিলি পুঁজ বের করতে হয়েছে।’

তিনি আরো লেখেন, ‘আপনাদের দোয়ায় খুব অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি। তবে দ্রুতই আরো একটি সার্জারি করাতে হবে। আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারি। ধন্যবাদ।’