English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮ ১২:৫৬

আজ থেকে এশিয়া কাপের প্রস্তুতি শুরু

অনলাইন ডেস্ক
আজ থেকে এশিয়া কাপের প্রস্তুতি শুরু

আগামী ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে।এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প।

সোমবার সকাল নয়টা থেকে ফিটনেস টেস্ট শুরু হয়েছে ক্রিকেটারদের।ফিটনেস টেস্ট শেষে ১২টা পর্যন্ত চলবে টাইগারদের অনুশীলন। টানা চারদিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। ফিজিক্যাল ট্রেনিংয়ের পর ৩১ আগস্ট বিশ্রাম দেওয়া হবে ক্রিকেটারদের। এরপর ১ সেপ্টেম্বর থেকে ৬ তারিখ পর্যন্ত চলবে অনুশীলন।

পবিত্র হজ পালনের কারণে সাকিব আল হাসান জাতীয় দলের অনুশীলনে নেই। বুধবার দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। ক্যারিবিয়ান লিগ খেলার কারণে অনুশীলনে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। আগামী ৭ সেপ্টেম্বর দেশে ফিরতে পারেন রিয়াদ।

৩১ সদ‌স্যের প্রাথমিক স্কোয়াড :

প্রাথমিক দলে যারা আছেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও ফজলে রাব্বি মাহমুদ।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল।