English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮ ১০:৪৬

বিসিবির হ্যাঁ, সাকিবের না

অনলাইন ডেস্ক
বিসিবির হ্যাঁ, সাকিবের না

এশিয়া কাপের প্রস্তুতির সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রশ্ন জোরালো হচ্ছে, সাকিব খেলবেন তো এশিয়া কাপে? প্রশ্ন ওঠার কারণও আছে বৈকি। কারণ এশিয়া কাপের আগে-পরে তার আঙুলে অপারেশন হওয়ার কথা। যদিও এ বিষয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, বিষয়টি সাকিবের ওপরই ছেড়ে দেয়া হয়েছে। সে সিদ্ধান্ত নেবে কবে কখন অপারেশন হবে।  

জানা গেছে, পবিত্র হজ পালন শেষে ২৮-২৯ আগস্টের মধ্যে দেশ ফিরে আসবেন সাকিব। ধারণা করা হচ্ছে অধিনায়ক দেশে ফেরার পরই জানা যাবে তিনি খেলবেন কি না। 

সাকিব এশিয়া কাপ না খেলে সার্জারি করাবেন, নাকি এশিয়া কাপে অংশ নিয়ে তারপর অপারেশন কক্ষে ঢুকবেন- তা যার সবচেয়ে ভাল জানার কথা, সেই মিনহাজুল আবেদিন নান্নু এখন পর্যন্ত পুরোপুরি অন্ধকারে।

রোববার (২৬ আগস্ট) এ বিষয়ে দেশের প্রথম সারির একটি অনলাইন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচক। বলেছেন, ‘আগে সাকিব হজ শেষে দেশে ফিরে আসুক। তারপর পাপন ভাইয়ের (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) সাথে কথা বলে নিশ্চিত হওয়া যাবে বিষয়টি। ’

এদিকে ক্রিকেট পাড়া ও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চাপা গুঞ্জন, বিসিবি প্রধান যেহেতু চেয়েছেন, তাই সাকিব হয়ত এশিয়া কাপ খেলেই অপারেশন করাবেন। এই গুঞ্জনের একটা বিশেষ হেতুও আছে।

প্রসঙ্গত, টাইগার অধিনায়ক সাকিব শুরুতে চেয়েছিলেন এশিয়া কাপ না খেলে তার আগে সার্জারি করিয়ে ফেলতে। তার লক্ষ্য ছিল এশিয়া কাপের আগে অপারেশন করিয়ে তার ধকল ও রিহ্যাব শেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলার।