English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮ ১৬:১৭

ওমরাহ সম্পন্ন করলেন সাকিব

অনলাইন ডেস্ক
ওমরাহ সম্পন্ন করলেন সাকিব

দুইদিন আগে পবিত্র হজ পালন করার জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাকিব আল হাসান। পবিত্র নগরী মক্কায় পৌঁছেই সাকিব ওমরাহ সম্পন্ন করেছেন।

হজ করতে যাওয়ার পর হাজীরা শুরুতেই ওমরাহ সম্পন্ন করেন। পবিত্র কাবা শরীফ জিয়ারত শেষে সাফা-মারওয়া পাহাড়দ্বয়ের মধ্যে সায়ী করার পর মাথা কামানোর মাধ্যমে ওমরাহ সম্পন্ন করেন। ওমরাহ এবং হজ এদুটি এক সঙ্গে সম্পন্ন করাকে বলা হয় হজে তামাত্তু। অধিকাংশ হাজীরা হজে তামাত্তু পালন করে থাকেন।

গত রোববার বাংলাদেশ সময় রাত এগারোটায় সৌদি এয়ারলাইনসের বিমানে করে হজ পালনের উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশ দলের টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়ক।জেদ্দায় পৌঁছার পর আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সাকিব মক্কায় চলে যান। সেখানে পৌঁছার পর ওমরার যাবতীয় কাজ সম্পন্ন করেন।

ওমরাহ করার পর যে মাথা মুন্ডন করতে হয়, তার একটা ছবি সাকিব তার ফেসবুক পেজে প্রকাশ করেন।