English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৮ ২২:২৭

যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের নিয়ে মধুর সময় পার করছেন মাশরাফি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের নিয়ে মধুর সময় পার করছেন মাশরাফি

সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়েছে। বৃহস্পতিবার দেশে ফিরেছেন টাইগাররা। কিন্তু দলের সঙ্গে ফিরেননি মাশরাফি বিন মর্তুজা,মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তবে মাহমুদউল্লাহ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যোগ দিলেও বাকি তিন জন নিউইয়র্কে কয়েকদিন অবকাশ যাপন করেই দেশে ফিরবেন।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবকাশে আছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিরিজের শেষে দেশ থেকে মাশরাফির পরিবার গিয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে স্ত্রী সুমনা হক সুমি আর দুই সন্তানকে নিয়ে দারুণ সময় পার করছেন অধিনায়ক।

পরিবারকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন মাশরাফি। তারই কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে নানা পরিবেশে পরিবারের সঙ্গে ফ্রেমে বন্ধী হলেন নড়াইল এক্সপ্রেস।

পরিবার ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন টাইগার কাপ্তান। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে প্রবাসীদের সঙ্গে অনেক সময় কাটান তিনি।