English Version
আপডেট : ৫ আগস্ট, ২০১৮ ১০:৪৯

তামিম ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক
তামিম ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

শিরোনাম ◈ ড্রোন হামলা থেকে বেঁচে গেলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ◈ বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা লেগে গেলে যা করবেন! ◈ ‘ফেসবুকে গুজব’ যা বললেন জয় ◈ র‌্যাবের জিজ্ঞাসাবাদে যা জানালেন অভিনেত্রী নওশাবা ◈ ‘আমার আয়ু আর মাত্র কয়েক মাস’ ঢাকা, রবিবার, ৫ আগস্ট, ২০১৮ | শেষ আপডেট ১৮ মিনিট আগেMobile Versionভিডিওছবিআর্কাইভEnglishবাংলা দেখা না গেলে

খোঁজ করুন... প্রচ্ছদ জাতীয় রাজনীতি আইন ও আদালত সারাবিশ্ব স্পোর্টস বিনোদন প্রবাসে বাংলা এক্সক্লুসিভ স্বাস্থ্য ও চিকিৎসা অন্যান্য... প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত  প্রিন্ট  

তামিম ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ০৫ আগস্ট, ২০১৮ ০৯:২৪:০৭ ছবি : সংগৃহীত

অবশেষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ১২ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম দিকে পরপর ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। আগে থেকে ফর্মে থাকা তামিম ইকবালকে সঙ্গে নিয়ে দু’জনে মিলে একটি ভালো ইনিংস খেলেন। ফলে বাংলাদেশ ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান।

ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচ জিততে হলে করতে হতো ১৭২ রান।

পরে বাংলাদেশের দেয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই এভিন লুইস ও আন্দ্রে রাসেলকে তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে চাপ তৈরি করেছিলেন মোস্তাফিজুর রহমান। মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে সেই চাপ অব্যাহত রেখেছিলেন সাকিব আল হাসান। তাতে বাড়তি পারদ জোগালেন রুবেল হোসেন। এলবিডব্লিউর ফাদেঁ ফেলে ফিরিয়ে দিলেন দিনেশ রামদিনকে। এরপর নাজমুলের শিকার হয়ে ঘরে ফেরেন আন্দ্রে ফ্লেচার। তারপর ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা কার্লোস ব্রাফেট ফেরান সাকিব। দলীয় ১৮.৩ ওভারে রোভমান পাওয়েল কে আউট করেন মোস্তাফিজ। তখন, শুধু বাংলাদেশের জয়ের অপেক্ষা মাত্র। শেষ ওভারে নাজমুল এসে ২টি উইকেট তুলে নিলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পায় টাইগাররা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হয়।

স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ১৫৯/৯, ২০ ওভার (স্যামুয়েল বদ্রি ১, কেশরিক উইলিয়ামস 0) বাংলাদেশ: ১৭১/৫, ২০ ওভার (আরিফুল হক ১, মাহমুদউল্লাহ রিয়াদ ১৩)