English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৮ ২১:৩৬

“মাশরাফি ভাইয়ের পর আমি বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ পেসার”

অনলাইন ডেস্ক
“মাশরাফি ভাইয়ের পর আমি বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ পেসার”

উইন্ডিজ সফরটা তেমন একটা ভালো যাচ্ছেনা পেসার রুবেল হোসেনের। টি-২০ দলে সুযোগ পাবেন কিনা সেটার নিশ্চয়তা নেই। তবে রুবেলের মতে আগামীকালকের টি-২০ দলে সুযোগ পেলে তিনি নিজের সেরাটাই দিতে প্রস্তুত।

এই ব্যাপারে রুবেল বলেন ,’ “আমি গত ৯ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি এবং আমি মনে করি মাশরাফি ভাইয়ের পরে আমি দলের সবচেয়ে অভিজ্ঞ ফাস্ট বোলার। আমি জানি আমার উপর সমগ্র জাতির উচ্চ প্রত্যাশা আছে এবং আমি সবসময় সেটা পূরণ করতে চেষ্টা করি। একজন অভিজ্ঞ বোলার হিসেবে আমার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ।”

রুবেল আরো বলেন ,’ “পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় আমার কাঁধের আঘাত পর (২০১৫) আমি এক বছরেরও বেশি সময় ক্রিকেটে ছিলাম না যা আমার জন্য খুবই কঠিন সময় ছিল। কোনো আঘাত পাওয়ার পর পেসারদের প্রত্যাবর্তন খুব কঠিন একটা কাজ। কিন্তু আমি ভাবে ফিরে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম এবং নির্বাচকরাও আমার উপর বিশ্বাস রেখেছিলেন কারণ এর আগে আমি ভালো পারফরমেন্স করেছিলাম।”