English Version
আপডেট : ২৮ জুলাই, ২০১৮ ১২:০১

পিসিবি’র চেয়ারম্যান হচ্ছেন ওয়াসিম আকরাম!

অনলাইন ডেস্ক
পিসিবি’র চেয়ারম্যান হচ্ছেন ওয়াসিম আকরাম!

ক্ষমতার পালাবদল ঘটতে যাচ্ছে পাকিস্তানের রাজনীতিতে। বুধবার অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনের ফল অনুযায়ী ইমরান খান হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। ক্রিকেটার থেকে পুরাদস্তুর রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান যুগের সূচনা হতে না হতেই পরিবর্তনের হাওয়া লেগেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। পিসিবি’র চেয়ারম্যান পদে আসতে যাচ্ছেন দেশটির আরেক কিংবদন্তি অল রাউন্ডার ওয়াসিম আকরাম। আকরামের পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্পোর্টস মিরছি।

ওই সূত্র বলেছে, ‘হ্যাঁ, ওয়াসিম পিসিবি’র পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছেন। তিনি ইমরান খানের সাথে ক্রিকেট খেলেছেন। এখন তার নেতৃত্বে দেশকে নতুন উচ্চতায় নিতে প্রস্তুত।’

ইমরান খানের নেতৃত্বেই ১৯৯২ সালে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতে পাকিস্তান। সেই দলে ছিলেন ওয়াসিম আকরামও। আকরাম নিজেও বিশ্বসেরা অল রাউন্ডার। দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন দেশকে। ইমরানের সাথে বরাবরই সুসম্পর্ক রয়েছে তার। সূত্র আরো বলেছে, ‘পাকিস্তান ক্রিকেটের ওয়াসিমের মতো একজনকে প্রয়োজন, যিনি দেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত করতে পারবেন। ইন্দো-পাক ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।’

টেস্ট ও ওয়ানডে মিলিয়ে পাকিস্তানের হয়ে ৯১৬ উইকেট নেওয়া আকরামও ইমরান খানের সাফল্যে দারুণ খুশি। ইমরান খানকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনার নেতৃত্বেই পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। আপনার নেতৃত্বেই আমরা আবার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারব।’