English Version
আপডেট : ১৫ জুলাই, ২০১৮ ১২:১৮

বিশ্বকাপের ফাইনাল হবে যে স্টেডিয়ামে

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের ফাইনাল হবে যে স্টেডিয়ামে

রাশিয়া বিশ্বকাপের পর্দা নামছে আজ। শিরোপার মহারণে রাতে মাঠে নামছে আসরের অন্যতম ফেভারিট ফ্রান্স ও দুর্দান্ত ফর্মে থাকা ক্রোয়েশিয়া। আর উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে।

রাশিয়ার সবচেয়ে বড় লুঝনিকি স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছিল ১৯৫৬ সালে। এটি লুঝনিকি অলিম্পিক কমপ্লেক্সের একটি অংশ। মস্কো শহরের খামোভনিকি জেলার এ স্টেডিয়ামটি লেনিনের নামে ছিল ১৯৯২ সাল পর্যন্ত।

এটি কেবল রাশিয়ারই নয়, ইউরোপের মধ্যেও অন্যতম বৃহত্তর স্টেডিয়াম। টর্পেডো মস্কো ও স্পার্টাক মস্কোসহ রাশিয়ার বড় বড় ক্লাব এখানে ফুটবল অনুশীলন করত। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ অ্যাথলেটিক ও ফুটবলের ফাইনাল হয়েছে। 

এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা করা হয়েছে ৮০ হাজার।

ঐতিহাসিক এই স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।