English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৮ ১০:২২

ওয়েস্ট ইন্ডিজে আজ শুরু প্রথম টেস্ট

অনলাইন ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজে আজ শুরু প্রথম টেস্ট

বিশ্বজুড়ে বইছে ফুটবল বিশ্বকাপের উষ্ণ বাতাস। গোটা দুনিয়া তাকিয়ে আছে রাশিয়ার রঙ্গমঞ্চের দিকে। ফুটবল মহাযজ্ঞের উত্তাপ বইছে বাংলাদেশেও। দেশের ক্রিকেটাররাও রোমাঞ্চিত বিশ্বকাপ নিয়ে। এই রোমাঞ্চকে সঙ্গী করেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলা। সে লক্ষ্যে আজ ক্যারিবীয়দের বিপক্ষে শুরু হচ্ছে টাইগারদের মিশন। বাংলাদেশ সময় রাত ৮টায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও বিটিভি।

অনেক দিন ধরেই প্রধান কোচের পদটা শূন্য ছিল। জল অনেক দূর গড়ানোর পর স্টিভ রোডসকে চন্ডিকা হাথুরুসিংহের উত্তরসূরি হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ থেকে শুরু হওয়া সিরিজটা তাই রোডসের জন্য প্রথম পরীক্ষার উপলক্ষ হয়ে উঠল।

টেস্ট সিরিজ শেষে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথমটা অনুষ্ঠিত হবে আগামী ২২ জুলাই। ওই ওয়ানডে সিরিজের জন্য কাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে নতুন মুখ আছে চারটি। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু ও আবু জায়েদ রাহি।

বাংলাদেশের ওয়ানডে দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাশ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহি।