English Version
আপডেট : ৩ জুলাই, ২০১৮ ১৬:৩৯

ঘরে ফেরেননি মেসি

অনলাইন ডেস্ক
ঘরে ফেরেননি মেসি

রাশিয়া বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে নিজ দেশ আর্জেন্টিনায় ফেরেন নি লিওনেল মেসি। তিনি এখন রয়েছেন স্পেনে।স্পেনে দীর্ঘদিন হলো স্থায়ীভাবে পরিবার’সহ বসবাস করেন লিওনেল মেসি। তাই রাশিয়ার মস্কো থেকে সরাসরি বার্সেলোনায় উড়াল দেন পরিবারের কাছে। বার্সেলোনার বিমানবন্দরে এ সময় আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ হাভিয়ের মাশচেরেনো মেসির সাথে ছিলেন। কোন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলেন নি মেসি।

আন্তর্জাতিক ফুটবল থেকে তার অবসরের গুঞ্জন উঠলেও এখনো অনুষ্ঠান ভাবে ঘোষণা দেননি মেসি। ২০২২ কাতার বিশ্বকাপ খেলবেন কি তা নিয়ে আছে সন্দেহ। তবে, আপাতত পরিবারকে সময় দিতে চান মেসি। তাই বিমানবন্দরে অপেক্ষমাণ স্ত্রী আন্তনেলা রোকুজ্জোর গাড়িতে চড়ে বাড়ি ফেরেন লিওনেল মেসি।