English Version
আপডেট : ১ জুলাই, ২০১৮ ১৩:১৩

অবসর নিয়ে এইমাত্র যে ঘোষণা দিলেন রোনালদো

অনলাইন ডেস্ক
অবসর নিয়ে এইমাত্র যে ঘোষণা দিলেন রোনালদো

রাশিয়া বিশ্বকাপে একই দিনে বিদায় নিল বিশ্ব-ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। নক আউট পর্বের দ্বিতীয় ম্যাচে গত ৩০ জুন শনিবার পর্তুগালকে ২-১ গোলে হারায় উরুগুয়ে। আর সেই হারেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ক্রিশ্চিয়ানোর রোনালদোর দেশ পর্তুগালকে।

ক্লাব ফুটবলের মতো রাশিয়া বিশ্বকাপেও জাতীয় দলের হয়ে নিজের ফর্ম বজায় রেখেছেন রোনালদো। বিশ্বকাপে চার ম্যাচে করেছেন চার গোল। কিন্তু নক আউট পর্ব থেকে পর্তুগাল বাদ পড়ায় ফুটবলবোদ্ধারা মনে করছেন এটাই রোনালদোর শেষ বিশ্বকাপ। কারণ তার বর্তমান বয়স এখন ৩৪ বছর। ২০২২ বিশ্বকাপের সময় ৩৮ বছর বয়সে পরিণত হবেন তিনি । বয়সের বিবেচনায় এখনকার মতো ফর্ম ওই সময়ে নাও থাকতে পারে। তবে অবসর নিয়ে ভাবার এটাই সঠিক সময় নয় বলে মনে করেন রোনালদো।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘আমার ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এখনই নয়। এমনকি বাকি খেলোয়াড় ও কোচদের ভবিষ্যৎ নিয়েও নয়। এই দলটা বিশ্বের অন্যতম সেরা দল হওয়ার লক্ষ্যটা ধারাবাহিকভাবে বজায় রাখবে। আমি তা নিয়ে খুবই আত্মবিশ্বসী ও খুশি, কারণ এই দলটা সবসময় তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করে যায়। আমরা উরুগুয়ে থেকে খুব ভালো খেলেছি কিন্তু ফুটবল গোলের খেলা, যার গোল বেশি সে-ই জিতবে। আমরা জেতার জন্য লড়াই করে গিয়েছিলাম।

পর্তুগালের অধিনায়ক হিসেবে আমি জানি দল হিসেবে কতটা কঠোর পরিশ্রম করেছি আমরা। আমরা মাথা উঁচু করে মাঠ ছেড়েছি। এ জন্য আমাদের গর্ব হওয়া উচিত। কোয়ার্টার ফাইনালে যাওয়ায় উরুগুয়েকে অভিনন্দন দেওয়া উচিত। আমি অভিনন্দন জানাতে চাই বিশ্বকাপের সংগঠককে। সংগঠন, নিরাপত্তা, বার্তাবরণ—সবকিছু মিলিয়ে দারুণ একটা আয়োজন ছিল তাদের।’

সূত্র:ডেইলি মেইল