ফুটবল বিশ্বকাপে যাদের সমর্থক মাশরাফি-সাকিবরা

তারা বাংলাদেশের তারকা ক্রিকেটার। তাতে কি হয়েছে। তারাও মন থেকে ফুটবল খেলা পছন্দ। করেন নিজের প্রিয় দলকে সমর্থন। যদিও রাশিয়া ফুটবল বিশ্বকাপের মাঝামাঝি সময়ে বাংলাদেশ দল থাকবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এসময় ঠিকমতো বিশ্বকাপ করতে পারবেন না বলে কিছুটা হতাশ সাকিবরা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিকাংশ ক্রিকেটার আর্জেন্টিনার ভক্ত। আছে ব্রাজিল দলের সমর্থকও। এছাড়াও অন্যান্য দলের সমর্থকও রয়েছে কয়েকজন ক্রিকেটার।
চলুন জেনে নেই, বিশ্বকাপে কে কোন দলকে সমর্থন করেন-
আর্জেন্টিনা সমর্থক:
মাশরাফি: মাশরাফির প্রিয় দল আর্জেন্টিনা। ম্যারাডোনার কারণেই আর্জেন্টিনাকে সমর্থন করেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। মাশরাফি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক।
সাকিব: সাকিব আল হাসানের প্রিয় দল আর্জেন্টিনা। সাকিব চান এবার আর্জেন্টিনা শিরোপা জিতুক।
মাহমুদউল্লাহ: আর্জেন্টিনা সমর্থক মাহমুদউল্লাহ। তিনি বলেন, গত আসরে অনেক আশা ছিল আর্জেন্টিনা শিরোপা জিতবে। কিন্তু শেষ পর্যন্ত তা আর পারেনি। আশা করি, এবার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার খেলার মধ্যে আলাদা জাদু আছে বলে মনে করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
মুমিনুল: আর্জেন্টিনার ভক্ত মুমিনুল। ম্যারাডোনা আমার প্রিয় ফুটবলার। এখন মেসি।
তুষার: আর্জেন্টিনাকে সমর্থন করেন তুষার। ম্যারাডোনার অন্ধ ভক্ত তিনি।
রাজ্জাক: রাজ্জাকও সমর্থন করেন আর্জেন্টিনাকে। এবার মেসির হাতে শিরোপা দেখলেই বেশি খুশি হবেন তিনি।
নাসির: আর্জেন্টিনার সমর্থক নাসির।
আবু হায়দার: আর্জেন্টিনার সমর্থক আবু হায়দার। তিনিও রাজ্জাকের মতো মেসির হাতেই শিরোপা দেখতে চান।
শামসুর: শামসুরও আর্জেন্টিনার সমর্থক। তার পরিবারের প্রায় সবাই আর্জেন্টিনার সমর্থক। তার শুধু ইতালি সমর্থন করে। দুর্ভাগ্যজনক হল, এবার ইতালি খেলছে না।
নাজমুল: আর্জেন্টিনার সমর্থক তিনি।
নুরুল হাসান: নুরুল হাসানও আর্জেন্টিনার সমর্থক। তার ম্যারাডোনাকে ভালো লাগত। এখন মেসির খেলা ভালো লাগে।
ব্রাজিল সমর্থক:
তামিম: ব্রাজিলের সমর্থক তামিম। আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে কথার লড়াইয়ে হারতে চান না। তিনি। তার কথায়, ‘ফুটবল মানেই তো ব্রাজিল।’ এবার নেইমার সেরা খেলোয়াড় হবে বলে মনে করেন তামিম।
তাসকিন: ব্রাজিলের সমর্থক তাসকিনও। কিন্তু, আমার বাসায় তিনি ব্রাজিল নিয়ে অসহায়!
রুবেল: রুবেলের প্রিয় ব্রাজিল। তিনি আশা করছেন, এবার শিরোপা নেইমারের হাতেই শোভা পাবে।
মোসাদ্দেক: মোসাদ্দেকের প্রিয় দল ব্রাজিল। মোসাদ্দেক বলেন, এবার নেইমারই বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবে।
মিরাজ: মিরাজও ব্রাজিলের সমর্থক।
মার্শাল: মার্শালের প্রিয় হলুদ-সবুজ অর্থাৎ ব্রাজিল।
আবুল হাসান: আবুল হাসান ব্রাজিলের সমর্থক: তার পরিবারের সবাই ব্রাজিল ভক্ত। শুধু তার বাবা ছাড়া।
অন্যান্য দলের সমর্থক:
সৌম্য সরকার: সৌম্য সরকারের পর্তুগাল সমর্থক। ক্রিশ্চিয়ানো রোনালডোর ভক্ত সৌম্য সরকার। এ কারণে পর্তুগালকে সমর্থন করেন তিনি।
এনামুল: এনামুলের প্রিয় দল স্পেন। এবারের বিশ্বকাপে স্পেনের ভালো করার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।
এবারের বিশ্বকাপে মুশফিকের দল নেই
মুশফিকুর রহিমের মনটা খারাপ। যে দলের সমর্থক তিনি, সেই দলই নেই এবার। গত আসরে মুশফিকের প্রিয় দল নেদারল্যান্ডস আর্জেন্টিনার কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। মুশফিকের প্রিয় খেলোয়াড় মেসি।
তিনি বলেন, ‘আমি যে দলকে সমর্থন করি, দুঃখজনকভাবে সে দল বিশ্বকাপে কোয়ালিফাই করেনি। তবে আমি মেসির ভক্ত। চাই আর্জেন্টিনা অনেক দূরে যাক। মেসির খেলা যেন বেশি দেখতে পারি। সেরা খেলোয়াড়ও যেন তিনিই হন।