English Version
আপডেট : ১০ জুন, ২০১৮ ১৪:১৬

শিরোপা জিততে সালমা বাহিনীর প্রয়োজন ১১৩

অনলাইন ডেস্ক
শিরোপা জিততে সালমা বাহিনীর প্রয়োজন ১১৩

মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ভারতীয় মেয়েদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশি মেয়েদের বোলিং তোপে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রান করে ভারত। ১১৩ রানের টার্গেটে পায় বাংলাদেশ।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের নারী দলের বোলিং আক্রমনের মুখে প্রথম ৭ ওভারে ২৮ রান সংগ্রহ করতেই ৩ উইকেট হারিয়েছে বেকফুটে চলে যায় ভারত। ম্যাচের এক পর্যায়ে ১৫ ওভারে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে ভারত।

কিন্তু ভারতের এক পাশ আগলে রাখেন হারমানপিত কের। দলের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরিটি আসে তার ব্যাট থেকেই। তার ব্যাটেই ভর করে ২০ ওভারে ৯ উইকেট খুঁইয়ে ভারত সংগ্রহ করে  ১১২ রান।