English Version
আপডেট : ৯ জুন, ২০১৮ ১৩:০৩

সৌদির বিপক্ষে জার্মানির কষ্টের জয়

অনলাইন ডেস্ক
সৌদির বিপক্ষে জার্মানির কষ্টের জয়

অস্ট্রিয়ার কাছে হারের পর সৌদি আরবের বিপক্ষে জয়ের মাধ্যমে বিশ্বকাপ প্রস্তুতি সারল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। গতকাল জার্মানি তাদের ঘরের মাঠে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েছে। ম্যাচটিতে জার্মানির টিমো ওয়ের্নার একটি গোল করেন। সৌদির আরবের পক্ষে একমাত্র গোলটি করেন তাইসির আল-জসিম। এই ম্যাচে জয় পরাজয়ের পার্থক্য গড়ে দেয় সৌদি আরবের ওমর হাউসায়ির আত্মঘাতী গোলটি।

বে এরিনায় অনুষ্ঠিত ম্যাচটিতে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের বয়স যখন মাত্র আট মিনিট তখন জার্মানি ১-০ ব্যবধানে এগিয়ে যায়। গোলটি করেন টিমো ওয়ের্নার। বিরতির আগেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। ৪৩তম মিনিটে আত্মঘাতী গোলটি করেন সৌদি আরবের হাউসায়ি।   বিরতির পর খেলা আরো জমে উঠে। আক্রমণ শানালেও জার্মানির বিরতির পর কোনো গোলের দেখা পায়নি। কিন্তু সৌদি আরব একটি গোল করতে সক্ষম হয়। ৮৪ মিনিটে তাইসির আল-জমিসের গোলে ব্যবধান কমায় সফরকারীরা। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

এই দুই দলই রাশিয়া বিশ্বকাপে অংশ নিবে। জার্মানি খেলবে গ্রুপ ‘এফ’এ। এই গ্রুপে অন্য তিনটি দল মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া। সৌদি আরব লড়াই করবে গ্রুপ ‘এ’তে। এই গ্রুপে অন্য তিনটি দল রাশিয়া, উরুগুয়ে ও মিশর।