English Version
আপডেট : ৫ জুন, ২০১৮ ১৪:৫৪

ব্রাজিল-আর্জেন্টিনা, কে এগিয়ে?

অনলাইন ডেস্ক
ব্রাজিল-আর্জেন্টিনা, কে এগিয়ে?

বিশ্বকাপের উন্মাদনার উত্তাপ পুরো বিশ্ব ছড়িয়ে এখন বাংলাদেশেও। বাংলাদেশি ফুটবল প্রেমীদের মধ্যে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে। গত কয়েক যুগ ধরেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে তর্ক বিতর্ক লেগেই রয়েছে কোন দল সেরা সেটা প্রমান করতে। তাই ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের কথা মাথায় রেখে এই দুই দলের একটা পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে।

বিশ্বকাপের ইতিহাস এখন পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল খেলেছে ৬ বার। এই ৬ বারের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাত্র ২ বার। বাকি ৩ বার হয়েছে রানার্সআপ।

অন্যদিকে ব্রাজিল ফাইনাল খেলেছে মোট ৬ বার। তার মধ্যে ৫ বার বিশ্ব সেরা হয়ে শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। একবার মাত্র হয়েছে রানার্সআপ।

যদিও বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ৭ বার দেখা হয় এই দুই দলের। ৭ বারের মধ্যে ৫ বারই ব্রাজিল জয় লাভ করে। বাকি ২ বার জয় করে আর্জেন্টিনা।

কোপা আমেরিকার ইতিহাস

কোপা আমেরিকায় ব্রাজিলের থেকে আর্জেন্টিনা অনেক এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনাল খেলেছে মোট ২৭ বার। ২৭ বারের মধ্যে শিরোপা ঘরে তুলেছে ১৪ বার। রানার্সআপ হয়েছে ১৩ বার।

ব্রাজিল কোপা আমেরিকাতে আর্জেন্টিনা থেকে বেশ পিছিয়ে রয়েছে। এখন পর্যন্ত মাত্র ১৯ বার ফাইনাল খেলে সাম্বার এই দেশটি। চ্যাম্পিয়ন হয়েছে মাত্র ৮ বার। রানার্সআপ হতে হয়েছে ১১ বার।

এখন পর্যন্ত এই টুর্নামেন্টে দুই দলের দেখা হয়েছে। ২২ বারের মধ্যে ১৪ বার আর্জেন্টিনা জয় লাভ করে। অন্যদিকে ব্রাজিল জয় লাভ করে মোট ৮ বার।

অলিম্পিক টুর্নামেন্ট

দুই দলই চারবার করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। কিন্তু ৪ বারের মধ্যে ২ বার স্বর্ণ জয় করে ব্রাজিল থেকে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল স্বর্ণ জয় করা মাত্র ১ বার।

কনফেডারেশন কাপ 

কনফেডারেশন কাপে ব্রাজিলের থেকে অনেকটা এগিয়ে রয়েছে ব্রাজিল। এই টুর্নামেন্টের ফাইনাল খেলে আর্জেন্টিনা মাত্র ৩ বার। ব্রাজিল ফাইনাল খেলে মোট ৫বার। এখন পর্যন্ত আর্জেন্টিনা মাত্র ১ বার এই শিরোপা ঘরে তুলতে পারে। অন্যদিকে ব্রাজিল শিরোপা ঘরে তুলে ৪ বার।

হেড টু হেড  এখন পর্যন্ত বহুল আলোচিত আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে দেখা হয়েছে সর্বোমোট ১০৮ বার। দুই দল প্রতিবারই যে হাড্ডাহাড্ডি লড়াই করেছে পরিসংখ্যান তাই বলছে। দুই দলের এখন পর্যন্ত ১০৮ বার দেখা হয়েছে। ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে ৪৪ বার জয় লাভ করে। ব্রাজিলের ৪৪ জয়ের বিপরীতে আর্জেন্টিনা জয় লাভ করে ৩৯বার। দুই দলের মধ্যে অমীমাংসিত ফলাফল এসেছে ২৫ বার।

দুই দলের মুখোমুখিতে আর্জেন্টিনা গোল করেছে ১৬০ টি। বিপরীতে ব্রাজিল আর্জেন্টিনার জালে গোল জড়িয়েছে ১৭৮ টি।