English Version
আপডেট : ১১ মে, ২০১৮ ২৩:১৪

আফ্রিদিকে বিয়ের প্রস্তাব দিলেন আরশি খান

অনলাইন ডেস্ক
আফ্রিদিকে বিয়ের প্রস্তাব দিলেন আরশি খান

শহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করে শিরোনামে এসেছেন আরশি খান। এবার আফ্রিদিকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রস্তাব দেন।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, শহিদ আফ্রিদিকে ভালোবাসি, আর শহিদও আমাকে ভালোবাসে। লোকে আমাদের নিয়ে কথা বলছিল, সংবাদপত্রে খবর ছাপা হচ্ছিল। তাই আমি এই ব্যাপারে টুইট করেছি।

তিনি বলেন, ভালোবাসলে ভয় কীসের? পাকিস্তানের সংবাদপত্রে তো শহিদ আরশিকে বিয়ে করতে চান বলে খবর প্রকাশিত হয়েছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এ রকমই (বিয়ে) হবে।

আরশি জানান, টুইট করার পর থেকে ওর সঙ্গে কথা তো হয়নি, কিন্তু শহিদও এটাই চায়। আর আমার টুইটের উত্তর এখনও আসেনি, এলে সবার আগে মিডিয়া জানতে পারবে।

সাক্ষাৎকারে তিনি বলেন, আমি জিনিউজের মাধ্যমে শহিদকে বিয়ের প্রস্তাব দিচ্ছি।