English Version
আপডেট : ১০ মে, ২০১৮ ১২:০৮

রাতে দিল্লির মুখোমুখি সাকিবরা

অনলাইন ডেস্ক
রাতে দিল্লির মুখোমুখি সাকিবরা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লির ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

চলতি আসরে দারুণ ছন্দে আছে সানরাইজার্স হায়দরাবাদ। টানা লো স্কোরিং ম্যাচে সাকিব-রশিদের দারুণ বোলিংয়ে জয় পেয়েছে অরেঞ্জ আর্মিরা। নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুকে ৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে এখনো শীর্ষে তারা। দশ ম্যাচের ৮টিতেই জয় পেয়েছে হায়দরাবাদ।

অপরদিকে চলতি আসরে বেশ একটা ভালো অবস্থানে নেই দিল্লি। নিজেদের শেষ ম্যাচে হায়দরাবাদের কাছেই সাত উইকেটে হেরে আইপিএলে ছিটকে যাওয়ার পথে দিল্লি। এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে কেবল তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তলানিতে।

আজ শীর্ষস্থান ধরে রাখাই লক্ষ্যেই খেলবে সাকিব আল হাসানের হায়দরাবাদ। অপরদিকে গত ম্যাচের জয়ের ধারা ফিরিয়ে আনতে দিল্লিও মরিয়া। সবকিছু মিলিয়ে আজ একটি জমজমাট লড়াই দেখতে যাচ্ছে ক্রিকেট ভক্তরা।