English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮ ১১:৪১

রবিন লিগে রোমাঞ্চিত তামিম

অনলাইন ডেস্ক
রবিন লিগে রোমাঞ্চিত তামিম

এখনও ফিট নন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। চোটের সঙ্গে নিয়মিত লড়াই করে যাচ্ছেন। কিন্তু টাইগারদের ব্যস্ত সূচি যেনো তাগিদ দিচ্ছে দ্রুত মাঠে ফেরার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে শনিবার থেকে শুরু করেছেন রানিং। ব্যথা কমেছে ঠিকই তবে পুরোপুরি না।

বিশ্বকাপ শুরুর বাকি আছে আরও এক বছরের বেশি সময়। তবুও ভাবতে হয়। তামিমের চোখেমুখে যেন বিশ্বকাপ উঁকি দিচ্ছিলো। দু'দিন আগে বিশ্বকাপের পর্দা ওঠার চারশো দিনের মাথায় আইসিসি ঘোষণা করেছে ম্যাচের সূচি ও ভেন্যু। 

এই আসরে ফিরে এসেছে ১৯৯২ বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ পদ্ধতি। এসবের মধ্য দিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি হয়তো জানান দিচ্ছে 'তৈরি হও'। রানিং শেষ করে এই টাইগার এসেছিলেন শারীরিক অবস্থা জানাতে। কিন্তু ঘুরে ফিরে সেই বিশ্বকাপেই চলে যায় কথা। তামিমও রোমাঞ্চিত এসবে।

তামিম বলেন, আমরা যদি নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারি তাহলে সবই সম্ভব। যারা বিশ্বকাপে খেলবে তারা জানে ভিন্ন কন্ডিশনে কীভাবে খেলতে হয়। বিশ্বকাপে রাউন্ড রবিন লিগ পদ্ধতি ফেরায় টুর্নামেন্টে অংশ নেয়া বাকি ৯ দলের সঙ্গেই খেলতে হবে লিগ পর্বে। আগের মতো ভাবনা নেই কোনটা কঠিন গ্রুপ, কোনটা সহজ গ্রুপ।

ব্যক্তিগতভাবে রোমাঞ্চিত এই পদ্ধতিতে খেলার জন্য। আগামী বিশ্বকাপে সব দলের সঙ্গেই খেলতে পারবো। যেখানে সব দলই ভালো খেলতে চাইবে। সেমিফাইনালে যেতে হলে এবার কমপক্ষে ৫ থেকে ৬টা ম্যাচ জিততে হবে। তামিম যদিও গা ভাসাতে চাচ্ছেন না এখনই। মনোযোগ দিতে চান মূল পর্বে যাবার আগের নিজেদের সিরিজগুলো নিয়ে। 

এখনই এসব নিয়ে ভাববার কিছু নেই। আমরা আপাতত সামনের সিরিজগুলো ভালো খেলতে চাই। আমি মনে করি এখানে ভালো খেললে আত্মবিশ্বাসও বাড়বে। আমি মনে করি তাড়াহুড়ো করে কোনো কিছুই করা ঠিক না। বিসিবি চাইলে একজনকে নিয়োগ দিতেও পারতো। কিন্তু সেটা করেনি। হয়তো আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।