English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮ ২০:০১

স্ত্রী দোলাকে পরিচয় করিয়ে দিলেন রুবেল

অনলাইন ডেস্ক
স্ত্রী দোলাকে পরিচয় করিয়ে দিলেন রুবেল

জাতীয় দলের 'স্লগ ওভার স্পেশালিস্ট' খ্যাত রুবেল হোসেনের বিয়ে নিয়ে গত দুই বছর ধরেই নানা গুঞ্জন ছিল। জানা গিয়েছিল, তিনি ২০১৬ সালে বিয়ে করেছেন। কিছু সংবাদমাধ্যমের মারফত শুধু এটুকু খবরই জানতে পারেন ভক্তরা। তবে নিজের ঘর-সংসার নিয়ে সবসময়ই নীরব ছিলেন এই গতি তারকা। অবশেষে ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার স্ত্রীর সঙ্গে দুটি সেলফি সোশ্যাল সাইটে আপলোড করলেন তিনি। ক্যাপশনে শুধু লিখেছেন, 'আমার স্ত্রী।

রুবেলের জীবনসঙ্গীর নাম ইশরাত জাহান দোলা। রুবেলের পোস্টে ভক্ত ও শুভানুধ্যায়ীরা কমেন্টের মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। অনেকেই লিখেছেন, যাক অবশেষে আপনি আপনার স্ত্রীকে সবার সামনে আনলেন। তবে পূর্বে অনেক ক্রিকেটারেরই স্ত্রীকে নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছবি আপলোড দিয়ে অনেক বাজে অভিজ্ঞতা হয়েছিল। তাই অনেক ভক্ত অশালীন এবং অপ্রাসঙ্গিক কোনো মন্তব্য না করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।