English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮ ১৯:০২

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সময়সূচি

অনলাইন ডেস্ক
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সময়সূচি

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে আগামীকাল। আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার আগেই বিশ্বকাপের সূচি জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।

তাদের সম্ভাব্য ঘোষণায় জানা গেছে বাংলাদেশের ম্যাচগুলোর সম্ভাব্য সূচি। পাঠকদের জন্য বাংলাদেশের ম্যাচগুলোর সম্ভাব্য সূচি দেওয়া হলো-

বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। ম্যাচটি টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর তিনদিন পর অর্থাৎ ৫জুন মাশরাফিরা ওভালেই দিবরাত্রির ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

৮ জুন ইংল্যান্ড খেলতে নামবে কার্ডিফে। ১১ জুন মুশফিকরা খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। ব্রিস্টলে অনুষ্ঠিত হবে ম্যাচটি। পরের খেলা ১৭ জুনটন্টনে। ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে এদিন মাঠে নামবে সাকিবরা। ২০ জুন বাংলাদেশের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। দিনের ম্যাচে মাহমুদউল্লাহরা মাঠে নামবে রবিনহুডের শহর নটিংহ্যামে।

২৪ জুনের ম্যাচটি বাংলাদেশের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এদিন মাশরাফির দল নামবে আফগানিস্তানের বিপক্ষে। সাউদাম্পটন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি।

২ জুলাই বার্মিংহামে টাইগার দল নামবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারতের বিপক্ষে। আর লিগ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে তামিম ইকবালের অনার্স পাস করা লর্ডসে। ৫ জুলাই সাকিব-মুশফিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ পাকিস্তান।