English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮ ১৭:২২

টস হেরে ব্যাটিংয়ে কিং খানের কলকাতা

অনলাইন ডেস্ক
টস হেরে ব্যাটিংয়ে কিং খানের কলকাতা

এবারের আইপিএলের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই বোধ হয় এটাই। ক্রিস গেইল বনাম আন্দ্রে রাসেল, ওয়েস্ট ইন্ডিজের দুই বিধ্বংসী ব্যাটসম্যান আজ শনিবার (২১ এপ্রিল) আইপিএলের ১৮তম ম্যাচে প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে কিং খানের কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা দলটির মুখোমুখি হবে দ্বিতীয় স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স। যদিও দুই দলের পয়েন্ট সমান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে জয়ী দল উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে।

এমন সমীকরণ ম্যাচে প্রথমে টস জিতে কিং খানের কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় প্রীতি জিনতার দলের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। এর আগে দুই দলই নিজেদের সর্বশেষ দুই ম্যাচ জিতেছে। মোট ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট কলকাতার। এক ম্যাচ কম খেলে সমান জয়ে সমান পয়েন্ট পাঞ্জাবের। দুই দলই চাইবে জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠতে, ৬ পয়েন্ট নিয়ে যা এখন চেন্নাই সুপার কিংসের দখলে।

পাঞ্জাব একাদশ: লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, অ্যারন ফিঞ্চ, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, এন্ড্রু টাই, বারিধার সেরান, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান।

কলকাতা একাদশ: সুনীল নারাইন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতিন রানা, দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, শুভম্যান গিল, টম কররান, পিইউশ চাউলা, শিবম মভি, কুলদীপ যাদব