English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮ ১৫:৩০

এবার ক্রিকেটারদের ফুটবল খেলায় নিয়ম করবে বিসিবি

অনলাইন ডেস্ক
এবার ক্রিকেটারদের ফুটবল খেলায় নিয়ম করবে বিসিবি

সম্প্রতি সিরাজগঞ্জে ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। এরপরই ফুটবল খেলতে গিয়ে পায়ের গোঁড়ালিতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম।

বগুড়ায় বিসিএলের ম্যাচ খেলতে গিয়ে খেলা শুরুর আগে গা গরম করতে ফুটবল খেলার সময় পায়ে ব্যথা পান মুশফিকুর রহিম। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে এরকম ফুটবল খেলার সময়ই ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। এসব বিষয় মাথায় রেখেই ক্রিকেটারদের ফুটবল খেলায় নিয়ম করার বা বিধি-নিষেধ আরোপ করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘ফুটবল খেলতে গিয়ে অনেক খেলোয়াড় ইনজুরিতে আক্রান্ত হচ্ছে। তাই ক্রিকেটারদের ফুটবল খেলার উপর বিধি-নিষেধ আরোপ করা হবে। টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করবে।’