English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮ ১১:২১

সানরাইজার্সের জার্সিতে অভিষেকেই সাকিবের দুই উইকেট

অনলাইন ডেস্ক
সানরাইজার্সের জার্সিতে অভিষেকেই সাকিবের দুই উইকেট

আইপিএলে ২০১১ সাল থেকে আগের সাত মৌসুম খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এবারই ঠিকানা বদল হয়েছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিবল আল হাসানের। খেলছেন সানরাইজার্স হায়দারাবাদে।    সোমবার দলটির প্রথম ম্যাচ ছিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এই ম্যাচে সাকিব শুধু একাদশেই ছিলেন না, হায়দারাবাদের হয়ে প্রথম ম্যাচেই নিয়েছেন দুটি উইকেট। চার ওভার বল করে ২৩ রানের বিনিময়ে তিনি এই দুটি উইকেট তুলে নেন। সর্বোচ্চ রান সংগ্রাহক সাঞ্জু স্যামসন ও রাহুল ত্রিপাথিকে সাজঘরে পাঠান তিনি।    এদিকে টস হেরে ব্যাটিংয়ে নামা রাজস্থান প্রথমে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১২৫ রান করেই গুটিয়ে গেছে। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন সাঞ্জু স্যামসন। সাকিব ছাড়াও দুটি উইকেট নিয়েছেন সিদ্ধার্থ কাউল।