English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৮ ১০:৩৫

অলরাউন্ডার সাকিবকে 'প্রথম' পছন্দ হায়দরাবাদের

অনলাইন ডেস্ক
অলরাউন্ডার সাকিবকে 'প্রথম' পছন্দ হায়দরাবাদের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের ফেসবুক পেজে গেলেন প্রথমেই তাদের কাভার পেজে অরেঞ্জ আর্মি বা সানরাইজার্স ফ্যানদের করা একটি খেলোয়াড় তালিকা। সেখানে ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার ও উইকেটরক্ষক ক্যাটাগরিতে ক্রিকেটার নাম সাজানো হয়েছে। যা দেখে বোঝা যাচ্ছে একাদশে থাকার সুযোগ ও খেলোয়াড়ের খ্যাতি বিবেচনায় নামগুলো সাজানো হয়েছে। 

যেমন ব্যাটসম্যানদের তালিকায় প্রথমে রাখা হয়েছে দলীয় অধিনায়ক ও কিউই তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। এরপর যথাক্রমে ভারতের তারকা ওপেনার শিখর ধাওয়ান ও মিডল অর্ডার ব্যাটসম্যান মনিশ পাণ্ডের নাম। 

বোলারদের তালিকায় যথারীতি প্রথম দুই স্থানে ভারতের তারকা পেসার ভুবনেশ্বর কুমার ও আফগানিস্তানের রশিদ খান।

আর অলরাউন্ডার তালিকায় প্রথমেই রয়েছে সাকিব আল হাসানের নাম। এরপর যথাক্রমে দীপক হুদা, কার্লোস ব্রেথওয়েট, ইউসুফ পাঠান, মোহাম্মদ নবী, ক্রিস জর্দান ও বিপুল শর্মার নাম।