English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৮ ১৬:৩২

তরুণরাই আগামীর বাংলাদেশ: মাশরাফি

অনলাইন ডেস্ক
তরুণরাই আগামীর বাংলাদেশ: মাশরাফি

তরুণরাই দেশের ভবিষ্যত। এখন যারা যুবক তারাই একদিন দেশের পতাকা উড়াবে বিশ্ব দরবারে। আজকের যুব সমাজ নেতৃত্ব দিবে ভবিষ্যত বাংলাদেশের। মাশরাফি-সাকিবদের হাত ধরে ক্রিকেট বিশ্বে উড়ছে লাল-সবুজের পতাকা। শুধু ক্রিকেটেই নয়, মাশরাফি বিন মুর্তজার প্রত্যাশা সবক্ষেত্রেই সমানতালে সম্মান বয়ে আনবে বাংলাদেশের তরুণরা।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ‘মহান স্বাধীনতা দিবস’ উপলক্ষ্যে প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ। আজকে যারা দেশকে নেতৃত্ব দিচ্ছে তারা একদিন থাকবেনা। তাদের জায়গায় দেশকে এগিয়ে নিতে এখনকার তরুণদেরই ভূমিকা রাখতে হবে।

শুধু এগিয়ে আসলেই হবেনা, নিজেদের গড়ে তুলতে হবে যোগ্য হিসেবে উল্লেখ করে দেশ সেরা এই তারকা ক্রিকেটার বলেন, আমরা যারা ক্রিকেট খেলি আমরা আমাদের সামর্থ্য দিয়ে এগিয়ে যাবার চেষ্টা করছি। আপনারা যারা বিভিন্ন বিষয়ে লেখাপড়া করছেন ভবিষ্যতে সবাই নিজ জায়গা থেকে চেষ্টা করবেন যেনো সুন্দর একটি দেশ উপহার দিতে পারেন।