English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৮ ১৪:২০

অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ

বছরের শুরু থেকেই ব্যাস্ত বাংলোদেশ সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফি শেষে আপাতত কোন আন্তর্জাতিক সিরিজ নেই। আইসিসি'র ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট খেলার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তবে বিভিন্ন অজুহাতে দেখিয়ে বাংলাদেশের সাথে টেস্ট না খেলার প্রস্তাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।যদি অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ না খেলে তবে তাহলে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সূত্র জানা যায়, অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলতে চাচ্ছে না। তাই আমরা টেস্টের পরিবর্তে সীমিত ওভারের ক্রিকটেরে কথা চিন্তা করছি। ওডিআই কিংবা টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি। কারণ, অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তেমন কোন সমস্যা হবার কথা না।’

এদিকে জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোনো ম্যাচ নেই টাইগারদের। এ সময়টায় বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব পাঠিয়েছে আফগানিস্তান। জুনের প্রথম সপ্তাহেই ভারতের দেরাদুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হতে পারে।জনের শেষ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়বে টাইগাররা।