English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৮ ০৬:৫৮

একত্রিশে পা সাকিবের

অনলাইন ডেস্ক
একত্রিশে পা সাকিবের

বাংলাদেশের ক্রিকেটের 'পোস্টার বয়' সাকিব আল হাসানের জন্মদিন আজ (২৪ মার্চ )। বিশ্বসেরা এই অলরাউন্ডার এবছর একত্রিশে পা রাখলেন। টাইগারদের নেতৃত্বে থাকা এই ক্রিকেটারকে বাংলাদেশকে বিশ্বের দরবারে সবচেয়ে বেশি পরিচিত করেছেন।

ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান ১৯৮৭ সালের২৪ মার্চ  মাগুরা জেলার খন্দকার মাশরুর রেজা এবং শিরিন রেজার ঘরে জন্মগ্রহণ করেন সাকিব। তরুণ বয়সেই সাকিব খেলাপাগল ছিলেন। তার বাবা খুলনা বিভাগের হয়ে ফুটবল খেলতেন এবং এক কাজিন খেলতেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। এরকম ফুটবল পাগল পরিবারে বড় হওয়া সত্ত্বেও সাকিবের ক্রিকেট দক্ষতা ছিল অসাধারণ। একসময় ভর্তি হন বিকেএসপিতে।  বয়সভিত্তিক দলগুলতে দারুণ পারফর্ম করে আলোচনায় আসেন। অতঃপর ২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস গ্রাউন্ডে ওয়ানডে অভিষেক হয় তার। ঐ বছরই জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় টি-টোয়েন্টি অভিষেক। পরের বছর ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাদা পোশাকে খেলতে নামেন সাকিব।

 ২০০৯ সালে একমাত্র বাংলাদেশি অলরাউন্ডার হিসেবে ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে উঠে আসেন। এরপর টেস্টেও নিজের কার্যকারিতা প্রমাণ করে সেরা অলরাউন্ডারের আসন দখল করেন। ২০১৫ সালের জানুয়ারিতে প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন বিভাগের সেরা অলরাউন্ডার হন এই ক্রিকেটার।

ওয়ানডে অভিষেকের পরের বছরই ভারতের বিপক্ষে চট্টগ্রামে টেস্টে অভিষেক হয় সাকিবের। আর ২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলেন তিনি।

সাবিক তার পারফরম্যান্সের প্রামাণ দিয়েছে প্রায় প্রতিটি দেশ থেকে শুরু করে প্রতিটি টুর্নামেন্টে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এ যুগের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগেও দুর্দান্ত দাপট দেখিয়ে যাচ্ছেন। খেলেছেন বিশ্বের প্রায় সবগুলো লিগে।

এখন পর্যন্ত ৫১ টেস্টর ৯৬ ইনিংসে ব্যাট করে সাকিব ৪০.৩৮ গড়ে ৩৫৯৪ রান করেছেন।রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি। সাদা পোশাকে তার সর্বোচ্চ ইনিংস ২১৭। এটি আবার বাংলাদেশের ইতিহাসেও সর্বোচ্চ। সমান টেস্টে ৮৬ ইনিংসে বল করে পেয়েছেন ১৮৮টি উইকেট। যেখানে বোলিং গড় ৩২.৩৭ ও ইকোনোমি ৩.০১।