English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৮ ১৩:০৮

গোল করবেন সালাহ, ফ্রি মিনিট পাবে সমর্থকরা

অনলাইন ডেস্ক
গোল করবেন সালাহ, ফ্রি মিনিট পাবে সমর্থকরা

ক্যারিয়ারের সোনালী সময় অতিবাহীত করছেন মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ। নিজের দেশকে নিয়ে গেছেন বিশ্বকাপে। নিয়মিত গোল করে যাচ্ছেন লিভারপুলের হয়ে। লিভারপুলের হয়ে সালাহর গোল এখন নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। সর্বশেষ ম্যাচে য়াটফোর্ডের বিপক্ষে একাই চার গোল করেছেন লিভারপুল এই ফরোয়ার্ড।

বিখ্যাত মোবাইল কোম্পানি ভোডাফোন সালাহর এই ফর্মকেই কাজে লাগানোর অভিনব এক পদ্ধতি বের করেছে। সালাহ গোল পেলেই ফোন কোম্পানি তাদের ব্যবহারকারীদের দেবে ফ্রি মিনিট!সালাহর এই ফর্ম চলতে থাকলে বিপদে পরবে ভোডাফোন! সব প্রতিযোগিতায় চলমান মৌসুমে ৩৬ গোল করেছেন সালাহ। তবে মৌসুম শেষ হওয়ার আগে সালাহ আর গোল করবে না, এমন বাজি হয়তো ভুলেও কেউ ধরেব না। 

‘ভোডাফোন ইজিপ্ট‘ ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালাহকে নিয়ে নতুন একটি বিজ্ঞাপন বানিয়েছে। যেখানে ঘোষণা দিয়েছে, সালাহর প্রতি গোলের জন্য ভোডাফোনের গ্রাহকেরা ১১ মিনিট ফ্রি কথা বলতে পারবেন! মিসরে প্রতি মিনিটে কথা বলতে গড়ে ২৫ সেন্ট খরচ হয়। দেশটিতে ৪ কোটি ৩০ লাখ গ্রাহক আছে এই প্রতিষ্ঠানের। অর্থাৎ সালাহ গোল করলেই ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি ফ্রি টকটাইম খরচ হবে ভোডাফোনের। বাংলাদেশি মূল্যমানে যা ১১০০ কোটি টাকার বেশি।

সালাহর ফর্ম আরও দুর্দান্ত হোক, সালাহ আরও বেশি বেশি গোল করুক।এখন নিশ্চই এমটাই কামনা করবেন মিশরীয়রা।