English Version
আপডেট : ১৯ মার্চ, ২০১৮ ১০:০৬

তীরে এসে তরী ডুবল টাইগারদের, যা বলল সাকিব!

অনলাইন ডেস্ক
তীরে এসে তরী ডুবল টাইগারদের, যা বলল সাকিব!

নিদাহাস ট্রফির ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশে। ভারতের জয়ের পিছনে রয়েছে দিনেশ কার্তিকের তাই ম্যাচ শেষে কৃতিত্বটা তাকেই দিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। পাশাপাশি হেরে যাওয়ার আক্ষেপটাও প্রকাশ করলেন সাকিব।

সাকিব বলেন, ‘১৮ ও ১৯তম ওভারে আমরা আমাদের সেরা বোলারদের দিয়েই বল করতে চেয়েছি কিন্তু রুবেল যদি ওই ওভারে ১৫ রানও দিত তাহলে আমরা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারতাম। তবে রুবেল সঠিক জায়গায় বল ফেলার সর্বোচ্চ চেষ্টা করেছে। কৃতিত্বটা দিনেশ কার্তিককেই দিতে হয়। কারণ সে এগিয়ে এসে রুবেলের প্রথম বলটাকেই ছক্কা হাঁকিয়েছে।’

সাকিব আরও বলেন, ‘দলের সবাই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তারা তাদের শতভাগ দিয়ে খেলেছে। হেরে যাওয়া সত্যিই কষ্টকর, তবে আমরা ভাল খেলেছি। আমরা এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক বিষয় শিখেছি। কোনও একদিন আমরাও বিজয়ীদের দলে থাকব।’