English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৮ ১৭:১১

অবশেষে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব

অনলাইন ডেস্ক
অবশেষে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব

বছরের শুরুটা বেজায় ভালো। কিছু ম্যাচ খেলার পরই শুরু হয় ছন্দপতন। বিদেশের মাটিতেও সেই ধারা। যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। টাইগার দলের এমন দুর্দশার কারণ হিসেবে অনেকেই দেখছেন শিবিরের মধ্যমনি সাকিবের অনুপস্থিতি। 

তবে শেষ পর্যন্ত নিদাহাস ট্রফির মহাগুরুত্বপূর্ণ অর্থাৎ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।  সবকিছু ঠিক থাকলে লঙ্কানদের বিপক্ষে দেখা যাবে তাকে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) প্রেস রিলিজের  মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, আজই (বিকেলে) শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা দিবেন সাকিব।

প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই ত্রিদেশীয় সিরিজে আঙ্গুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান টাইগার অলরাউন্ডার। পরবর্তীতে দেশে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সিরিজ ও পিএসএলে খেলা হয়নি তার। যদিও নিদাহাস ট্রফি দিয়ে ফেরার কথা ছিল সাকিবের। কিন্তু দলের প্রথম চারটি ম্যাচে নামা হয়নি তার। তবে শেষ পর্যন্ত দলের সঙ্গে যোগ দিযেছেন তিনি।