English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৮ ১৯:২৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

কলম্বোতে ত্রিদেশীয় টি-২০ সিরিজের হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে তামিম-সৌম্যদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন রোহিত শর্মা।

দু’দিন আগে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার মানে ধোনি-কোহলিবিহীন ভারত। ১৭৫ রানের টার্গেট পাঁচ উইকেট ও ৯ বল হাতে রেখে অনায়াসেই টপকে যায় স্বাগতিক শিবির। সিনিয়রদের অনুপস্থিতিটা ভালোভাবেই টের পায় টিম ইন্ডিয়া।

বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি ছাড়াও এই সিরিজটিতে বিশ্রামে অলরাউন্ডার হার্দিক পাণ্ডে, দুই পেস সেনসেশন ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ। কোহলির অধিনায়কত্ব রোহিত শর্মার কাঁধে।

সাকিব আল হাসানকে মিস করছে বাংলাদেশ। আঙুলের ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে বিশ্বসেরা অলরাউন্ডার। জানুয়ারির শেষদিকে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে চোট পাওয়ার পর টেস্ট, টি-টোয়েন্টি সিরিজ এবং সবশেষ চলমান অ্যাওয়ে সিরিজ থেকেও ছিটকে গেছেন সাকিব।