English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৮ ১৭:৩২

টাইগারদের নতুন কোচ চূড়ান্ত!

অনলাইন ডেস্ক
টাইগারদের নতুন কোচ চূড়ান্ত!

গত বছর দক্ষিণ আফ্রিকা সফর শেষেই বাংলাদেশ দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর আচমকা বিদায়ে কোচহীন হয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। তাঁর বিদায়ের পর কোচের সন্ধানে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কোচ না থাকাতে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয় সুজনকে। নামে টেকনিক্যাল ডিরেক্টর হলেও, পালন করেছেন প্রধান কোচের ভূমিকা। তাঁর অধীনে ঘরের মাঠে পুরো সিরিজেই ব্যর্থ হয় বাংলাদেশ। কোচ চূড়ান্ত না হওয়ায় শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির জন্য বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বোলিং কোচ কোর্টনি ওয়ালাশকে।

অবশ্য রিচার্ড পাইবাসই বাংলাদেশ দলের কোচ হচ্ছেন এই গুঞ্জন উঠলেও সেটি অস্বীকার করে বিসিবি ও খোদ পাইবাস। তবে বাংলাদেশ দলের জন্য কোচ ঠিক করেছে বিসিবি এমনটা জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। এখনি নাম প্রকাশ না করলেও জানিয়েছেন এপ্রিলেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন নতুন কোচ।

পাপন বলেন, ‘আমরা, আমাদের নতুন কোচের নাম চূড়ান্ত করে ফেলেছি। এপ্রিলের প্রথম সপ্তাহে দলের সঙ্গে যোগ দিবেন আশা করা যাচ্ছে। আমি এখনি তাঁর নাম প্রকাশ করছি না, তবে এটা বলতে পারি তিনি অনেক ভালো মানের তবে হাথুরুসিংহের মতো নয়।’

নতুন কোচের নাম এখনো প্রকাশ না করলেও নিজেদের জানা-শোনার মধ্যেই কোচ নির্বাচন করেছে বিসিবি সেটি এক প্রকার নিশ্চিতই। দেখার বিষয় নিয়োগপ্রাপ্ত নতুন কোচ হাথুরুসিংহের মতো কঠোর মাস্টার নাকি নরম প্রভৃতির।