English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৮ ১৬:৪২

আহত হয়ে মাঠ ছাড়লেন সাকিব

অনলাইন ডেস্ক
আহত হয়ে মাঠ ছাড়লেন সাকিব

আহত হয়ে মাঠ ছাড়লেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচের ৪২তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে শর্ট কভারে ঠেলে দেন দিনেশ চান্দিমাল। খুব কঠিন বল ছিলো না। তবে সেটাকে ঠিক মতো তালুবন্দি করতে পারলেন না সাকিব। শুধু তাই নয়, বাঁহাতের আঙুল উল্টোভাবে মাটিতে লেগে আহত হন তিনি। ব্যথায় মাঠেই লুটিয়ে পড়েন। চিকিৎসকরা মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর হাতে বরফ চেপে মাঠ ছাড়েন সাকিব। এই ম্যাচে ৫ ওভার বল করে ২০ রান দিয়েছেন তিনি। কোন উইকেট পাননি। তার পরিবর্তে মাঠে ফিল্ডিং করতে নেমেছেন নাসির হোসেন। তবে তার চোট গুরুতর কিনা জানা যায়নি।