English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৮ ১১:৫৪

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে শুক্রবারের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলাটি। আর এই ম্যাচে টসে জিতে  ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। আজ টাইগারদের সামনে শ্রীলঙ্কা। যারা  হেরেছে র‍্যাংকিংয়ের ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের কাছে। তারপরও ম্যাচটির দিকে সকলের বাড়তি নজর ।কারণ দলটির কোচ বাংলাদেশের বিদায়ী কোচ চন্দ্রিকা হাথুরুসিংহ। টাইগারদের মতো জয়ের কোনো বিকল্প দেখছেনা না বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষেরাও। জিম্বাবুয়ের বিপক্ষে গত ম্যাচের উইনিং কম্বিনেশন ভেংগে একটি পরিবর্তন আনা  হয়েছে টাইগার টিমে। আর সেটা হলো স্পিনার সানজামুল ইসলামের জায়গায় আজকের ম্যাচে খেলবে সাইফুদ্দিন । 

 একাদশ:

বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও সাইফউদ্দিন।

শ্রীলঙ্কা : দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, আকিলা ধনাঞ্জয়া, সুরঙ্গা লাকমাল, নুয়ান প্রদিপ, থিসারা পেরেরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।