English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭ ১৬:৫১

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা

অনলাইন ডেস্ক
ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন, মেহেদী হাসান, আবু জায়েদ রাহি, নাজমুল অপু, সাদমান ইসলাম। সিরিজে যে কোন ম্যাচে এই তরুণ টাইগারদের অভিষেকের সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাথমিক ভাবে স্কোয়াড ঘোষণা করে বোর্ড। প্রাথমিক দল: তামিম, মোস্তাফিজ, ইমরুল, তাসকিন, লিটন, শফিউল, এনামুল হক বিজয়, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম শান্ত, আবু জায়েদ রাহী, মুমিনুল হক, শুভাশিস রায়, সাদমান ইসলাম অনিক, রুবেল হোসেন, সাকিব আল হাসান, আবুল হাসান রাজু, মুশফিক, রাব্বি, মাহমুদউল্লাহ, তাইজুল, নাসির, মিরাজ, মোসাদ্দেক, নাজমুল ইসলাম অপু, সাব্বির, সানজামুল, মিথুন, আরিফুল, মেহেদী হাসান (এইচপি), মাশরাফি ও সাইফ উদ্দিন।

উল্লেখ, আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় আসরের প্রথম ম্যাচ। ২৭ জানুয়ারি হবে প্রতিযোগিতার ফাইনাল। এরপর ৩১ জানুয়ারি চট্টগ্রামে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামবে টিম বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ১৫ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে টাইগার-লায়নের ক্রিকেট যুদ্ধ।