English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭ ১৫:১৯

দুর্ভাগা নাসির!

অনলাইন ডেস্ক
দুর্ভাগা নাসির!

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলায় বরিশালের বিপক্ষে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারলেন না নাসির হোসেন। অনেক সম্ভাবনা তৈরী করেও ২৯৫ রানে আউট হয়ে যান এই ক্রিকেটার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ২৭০ রানে অপরাজিত ছিলেন নাসির। চতুর্থ দিনে দেখে শুনেই খেলছিলেন এই ক্রিকেটার। ৩০০ এর মাইলফলক থেকে ৫ রান দূরে থাকতেই সঞ্জয়ের বলে রাব্বির হাতে ক্যাচ দিয়ে আউট হন নাসির। ৫১০ বলে ৩২ চার আর ২ ছক্কায় ২৯৫ রান করেন তিনি। ক্রিজে ছিলেন ৬০৩ মিনিট। এদিকে নাসিরের আউটের সাথে সাথে ইনিংস ঘোষণা করে রংপুর বিভাগ। ১৭৬.৩ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ৬১৪ রান করে রংপুর। প্রথম ইনিংসে লিড পেয়েছে ২৭৯ রানের। উল্লেখ্য, বরিশাল বিভাগের প্রথম ইনিংস করেছিল ৩৩৫ রান।