English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭ ১৫:১৮

এবার বাংলাদেশকে খোঁচা দিয়ে যা বললেন হাতুরু!

অনলাইন ডেস্ক
এবার বাংলাদেশকে খোঁচা দিয়ে যা বললেন হাতুরু!

দক্ষিণ আফ্রিকা সফর শেষে বাংলাদেশেই ফেরেননি বাংলাদেশের সাবেক কোচ চান্দিকা হাতুরুসিংহে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠিয়ে দিয়েছেন পদত্যাগপত্র।

চুক্তির মেয়াদ ছিল ২০১৯ সাল পর্যন্ত। কিন্তু চুক্তির অনেকটা সময় বাকি থাকতেই বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন চান্দিকা হাতুরুসিংহে। বাংলাদেশ থেকে ‘সাবেক’ হয়ে দায়িত্ব নিয়েছেন নিজের দেশ শ্রীলঙ্কার। বুধবার শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন চান্দিকা হাতুরুসিংহে। গেল মাস থেকে বাংলাদেশের ‘সাবেক’ কোচ তিনি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, লঙ্কানদের হয়ে প্রথম মিশনটা এই বাংলাদেশেই। তাতে কি, কোচ হয়ে প্রথম সংবাদ সম্মেলনেই যেন বাংলাদেশকে সূক্ষ্ম খোঁচা দিলেন এই শ্রীলঙ্কান। জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে জানুয়ারিতে লঙ্কান দলের সঙ্গে ঢাকায় আসবেন হাতুরুসিংহে। এবার তিনি প্রতিপক্ষ দলের কোচ। কিন্তু খেলা মাঠে গড়ানোর আগেই যেন বাংলাদেশকে হারিয়ে দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে চ্যালেঞ্জিংও ভাবছেন না ২০১৪ সাল থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত লাল-সবুজ জার্সিধারীদের কোচের দায়িত্বে থাকা সাবেক এই ক্রিকেটার। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা হয়তো আসন্ন সফরটা (বাংলাদেশ) জিতেই যাচ্ছি। কিন্তু এটাও মনে রাখতে হবে, সামনে আমাদের আরও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বড় লক্ষ্য থাকাটাও আবশ্যক।’ মাত্র বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন বলেই হয়তো, বাংলাদেশ দলের দূর্বলতার জায়গাগুলো এখনও মুখস্ত হাতুরুসিংহের। শ্রীলঙ্কার হয়ে সেই অভিজ্ঞাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করবেন, এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু দলের শক্তির জায়গাগুলোও তার অজানা নেই। তারপরও মাঠে নামার আগেই যেন বাংলাদেশের বিপক্ষে অলিখিত জয়ের ঘোষণা দিলেন তিনি। যদিও লঙ্কান গণমাধ্যমের দাবি, এরই মধ্যে বাংলাদেশকে হারানোর জন্য রণপরিকল্পনা আঁটতে শুরু করেছেন হাতুরুসিংহে। এদিকে কোচহীন বাংলাদেশ ক্রিকেট দল ড্রেসিংরুমে অনেকটা অভিভাবকহীন। নতুন কোচ খুঁজছে বিসিবি, হাই প্রোফাইলদের নাম উড়ে বেড়াচ্ছে মিরপুরের ক্রিকেট পাড়ার বাতাসে। এরই মধ্যে সাক্ষাতকার দিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ দক্ষিণ আফ্রিকান রিচার্ড পাইবাস। আরও এসেছেন সাবেক উইন্ডিজ কোচ ফিল সিমন্স। কিন্তু শেষ পর্যন্ত কে কোচ হবেন না নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি বিসিবি।