English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭ ১১:২৭

যাদের কারনে টি-টুয়েন্টি ছেড়েছেন মাশরাফি

অনলাইন ডেস্ক
যাদের কারনে টি-টুয়েন্টি ছেড়েছেন মাশরাফি

শ্রীলঙ্কা সফরে অনেকটা হুট করেই পূর্ব ঘোষনা ছাড়াই টি-টুয়েন্টি থেকে নিজেকে সরিয়ে রাখার ঘোষনা দেন মাশরাফি মর্তুজা।  তা নিয়ে পুরো ক্রিকেটাঙ্গনে শুরু হয়ে যায় আলোচনার ঝড়।  ভক্তদের কাঠগড়ায় দাড় করানো হয়,  তৎকালীন কোচ হাথুরুসিংহে এবং বিসিবি সভাপতিসহ বোর্ডের বেশ কয়েকজনকে।  কেন মাশরাফি টি-টুয়েন্টি ছাড়লেন? কারন কারনে কোন দু:খ মনে নিয়ে হুট করেই দিলেন এই ঘোষনা? প্রশ্ন আসে একের পর এক।  কিন্তু উত্তর মেলেনি কোন।  মাশরাফিও এ নিয়ে কাউকে কিছু বলেনি কিংবা কারো উপর দোষ চাপাননি।

জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন ম্যাশ।  তবে টি-টুয়েন্টিতে তার সামর্থ্য যে কতটুকু সেটার প্রমান আবারো দিলেন মাশরাফি।  বিপিএলে নিজের নেতৃত্বে রংপুরকে জিতালেন শিরোপা।  বোলিং কিংবা ব্যাটিংয়ের সাথে দুর্দান্ত ফিল্ডিংটারও প্রকাশ ঘটালেন বিপিএলে।  আর সেই সাথে বাড়িয়ে দিলেন ভক্তদের আফসোস।

তবে কেন টি-টুয়েন্টি থেকে সরে এলেন মাশরাফি, কার কারনে সরে এলেন , এবা তা প্রকাশ করেছেন তিনি নিজেই।  ম্যাশ বলেন,  তরুণদের জায়গা করে দিতেই আমি টু-টয়েন্টি থেকে সরে এসেছি।  রাহী, রনিরা এবারের বিপিএলে ভালো করেছে।  তাদের জাতীয় দলে জায়গা করে দিতেই আমার সরে আসা।  আমাদের উচিত তাদের সাপোর্ট দেওয়া।

মাশরাফি বলেন, আমি কেন অবসর নিয়েছি সেটা আগের কথা।  কিন্তু আমাদের উচিত তরুণদের নিয়ে ভাবা, তাদের সাপোর্ট দেওয়া।  তারা এখন সুযোগ পেলে হয়তো ভবিষ্যতে দেশকে বড়কিছু দিতে পারবে।